৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে খুন পাকিস্তানে
পাকিস্তানে গুলি করে হত্যা করা হল পাঁচ স্বাস্থ্যকর্মীকে। তাঁদের অপরাধ, তাঁরা সরকারের পোলিও টীকাকরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এর দায় স্বীকার না করলেও, এর পিছনে তালিবানের হাত রয়েছে বলে ধারনা পুলিসের।
পাকিস্তানে গুলি করে হত্যা করা হল পাঁচ স্বাস্থ্যকর্মীকে। তাঁদের অপরাধ, তাঁরা সরকারের পোলিও টীকাকরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এর দায় স্বীকার না করলেও, এর পিছনে তালিবানের হাত রয়েছে বলে ধারনা পুলিসের।
পোলিও দূরীকরণ কর্মসূচিকে দীর্ঘদিন ধরেই পশ্চিমী চক্রান্ত বলে প্রচার করে আসছে তালিবান ও অন্যান্য মৌলবাদী সংগঠনগুলি। মঙ্গলবারের হত্যালীলাগুলিতে তাদের মধ্যে কার হাত রয়েছে তা এখনও জানা যায়নি। পাকিস্তানের করাচি শহরে দুটি জায়গায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। সেই হামলায় তিনজনের মৃত্যু হয়।
সোমবারও একই কারণে করাচিতে একজনকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে। প্রাণঘাতী এই হামলার পরেই করাচিতে পোলিও টীকাকরণ কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম পাকিস্তানের পেশোয়ারেও এক তরুণী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।