চল্লিশ জন যাত্রী নিয়ে পাকিস্তানে ভেঙে পড়ল বিমান
চল্লিশ জন যাত্রী নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার একটি বিমান ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আবোতাবাদের হাভেলিয়ান প্রদেশে। দুর্ঘটনার পর শুরু হয়েছে উদ্ধারকাজ।
ওয়েব ডেস্ক : চল্লিশ জন যাত্রী নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার একটি বিমান ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আবোতাবাদের হাভেলিয়ান প্রদেশে। দুর্ঘটনার পর শুরু হয়েছে উদ্ধারকাজ।
আরও পড়ুন- চোখের নিমেষে তুবড়ে গেল প্রায় ১০০টি BMW
জানা গেছে, আজ ভারতীয় সম দুপুর তিনটে নাগাদ বিমানটি চিত্রাল থেকে ইসলামাদের উদ্দেশে রওনা দেয়। বিকেল সাড়ে চারটে নাগাদ বিমানটির ATC-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপরই হাভেলিন প্রদেশে PK-661 বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। খবর পেয়েই শুরু করা হয়েছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত।