নিজের বাড়িতে আত্মঘাতী মানব বোমা বিস্ফোরণে হত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, মৃত অন্তত আরও ৮
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে আত্মঘাতী হামলায় মারা গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা। আজ সকালে তাঁর বাড়িতেটআত্মঘাতী মানববোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। আহত ২৫ জন।
ওয়েব ডেস্ক: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে আত্মঘাতী হামলায় মারা গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা। আজ সকালে তাঁর বাড়িতেটআত্মঘাতী মানববোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। আহত ২৫ জন।
অ্যাটক জেলার শাদি খেল গ্রামে নিজের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। ওইসময় আত্মঘাতী জঙ্গি তাঁর বাড়িতে ঢুকে পড়ে। যে ঘরে বৈঠক চলছিল সেই ঘরটি বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়েই মন্ত্রীর বাড়িতে পৌছয় পুলিস ও উদ্ধারকারী দল।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশে পাশের বাড়িগুলির দরজা-জানলাও ছিন্ন-ভিন্ন হয়ে গেছে।
এই আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ডিএসপি শৌকত শাহও।
ভেঙে পড়া বিল্ডিংয়ের নীচে এখনও চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধারের কাজ চলছে।
জঙ্গিদের বিরুদ্ধে চিরকালই কড়া অবস্থান রাখতেন খানজাদা। এর আগে বেশ কয়েকবার আল কায়েদা ও তেহরিক-ই-তালিবানের কাছ থেকে তিনি প্রাণনাশের হুমকি পেয়ে ছিলেন।