Pakistan: Lahore fort-এ গুঁড়িয়ে দেওয়া হল মহারাজা রণজিৎ সিংয়ের মূর্তি, Viral Video
সরব নেটিজেনরা।
নিজস্ব প্রতিবেদন: তালিবান আতঙ্কে ত্রস্ত আফগানিস্তান। ইতিমধ্যে কাবুল-সহ দেশটির বহু প্রদেশের দখল নিয়েছে জেহাদি সংগঠনটি। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল আরও একটি ভয়ঙ্কর ভিডিয়ো।
দেখানে দেখা যাচ্ছে, ঘোড়ায় সওয়ার একজন রাজার মূর্তি ভাঙা হচ্ছে। নেটিজেনদের দাবি, মূর্তিটি মহারাজা রণজিৎ সিংয়ের (Maharaja Ranjeet Singh)। পাকিস্তানের লাহোর ফোর্টে রানি জিন্দানের হাফেলির (Haveli of Rani Jindan at Lahore fort) বাইরে মূর্তিটি ছিল। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা।
The statue of Maharaja Ranjeet Singh, outside the Haveli of Rani Jindan at Lahore fort, vandalised by a Tehrik-e-Labbaik worker. pic.twitter.com/M6zEA2Clx0
— Naila Inayat (@nailainayat) August 17, 2021
The vandalization of Maharaja Ranjeet Singh ji' statue in Pakistan is condemnable.
This is the real face of Pakistan pic.twitter.com/RT2Ix31H1o— S.Vishnu Vardhan Reddy (@SVishnuReddy) August 17, 2021
নেটিজেনদের অভিযোগ, পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের (Tehrik-e-Labbaik) সদস্যরা মূর্তিটি ভেঙেছে। ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে সেই কাণ্ড-কারখানার একাধিক ছবি। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।