[field_breaking_news_title_url]

পেট্রি ডিশের আবিষ্কর্তাকে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

নিজেদের হোমপেজে আজ গুগল উদ্বযাপন করল পেট্রি ডিশের আবিষ্কর্তা জুলিয়াস রিচার্ড পেট্রির জন্মদিন। পেট্রির ১৬১বছরের জন্মদিনে গুগল জানাল তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ।

Updated By: May 31, 2013, 04:31 PM IST

নিজেদের হোমপেজে আজ গুগল উদ্বযাপন করল পেট্রি ডিশের আবিষ্কর্তা জুলিয়াস রিচার্ড পেট্রির জন্মদিন। পেট্রির ১৬১বছরের জন্মদিনে গুগল জানাল তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ।
১৮৫২-এর আজকের দিনে পেট্রি জার্মানিতে জন্মগ্রহণ করেন। বার্লিনে মেডিসিন নিয়ে পড়াশোনা করার পর আধুনিক ব্যাকটেরিওলজির পিতা নামে খ্যাত রবার্ট কোচের অধীনে ইম্পেরিয়াল হেলথ অফিসে গবেষণায় নিযুক্ত হন।
আজকের গুগল ডুডল ছ`টি পেট্রি ডিশ নিয়ে তৈরি। নির্দেশক ডিশে ক্লিক করলেই প্রথমেই একটা গ্লাভস পরা হাত এসে মুছে দিয়ে যায় ডিশ গুলোকে। এরপর প্রতিটা ডিশে ব্যাকটেরিয়া বাড়তে থাকে। প্রতিটি ডিশে এই ব্যাকটেরিয়া কালচার বৃদ্ধি পেয়ে পরপর গুগলের বর্ণ গুলিকে ফুটিয়ে তোলে।
পেট্রির আগে ব্যাকটেরিয়া কালচার তৈরি করার জন্য কেউ কেউ অ্যাগার ব্যবহার করলেও তিনিই প্রথম যিনি ব্যাকটেরিয়া কালচারের জন্য উপযুক্ত কাচের ডিশ তৈরি করেন। পেট্রি ডিশ আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাকটেরিয়া নিয়ে গবেষণার নতুন দিগন্ত খুলে যায়। বর্তমানে জীববিজ্ঞানের বিবিধ গবেষনায় যেকোনও বড় গবেষণাগার থেকে স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের হাতে, এই পেট্রি ডিশের অবাধ এবং অত্যাবশ্যকীয় বিচরণ।

.