অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দেখা দিল বিরল সাদা তিমি
বিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এই গোল্ড কোস্ট থেকে অ্যান্টার্কটিকার দিকে উষ্ণ প্রবাহের সন্ধানে ভেসে চলে ২৩,০০০ তিমি। তার মধ্যে এটাই একমাত্র অ্যালবিনো হাম্পব্যাক বলে মনে করছেন বিজ্ঞানীরা।
ওয়েব ডেস্ক: বিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এই গোল্ড কোস্ট থেকে অ্যান্টার্কটিকার দিকে উষ্ণ প্রবাহের সন্ধানে ভেসে চলে ২৩,০০০ তিমি। তার মধ্যে এটাই একমাত্র অ্যালবিনো হাম্পব্যাক বলে মনে করছেন বিজ্ঞানীরা।
#Migaloo Jrn sighted on the #GoldCoast heading Nth. He is approx 5 years old and was recent sighted in New Zealand. pic.twitter.com/I2IgwJJWse
— Migaloo the Whale (@Migaloo1) August 10, 2015
এই ধরণের অ্যালবিনো তিমি মিগালু নামে পরিচিত। ১৯৯১ সালে প্রথম অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দেখা মিলেছিল মিগালুর। যদিও, সি ওয়ার্ল্ড মেরিন সায়েন্সেসের ডিরেক্টর ট্রেভর লং জানিয়েছেন এই অ্যালবিনো স্তন্যপায়ী পরিচিত সন অফ মিগালু নামে। মিগালু দ্য হোয়েল টুইটার পেজ থেকে ছবি টুইট করে জানানো হয়েছে নিউ জিল্যান্ডে দর্শন মেলা এই সাদা তিমির বয়স ৫ বছর।
দেখুন মিগালুর অসাধারণ ভিডিও,