অবতরণের সময় রাশিয়ায় ১০০ যাত্রী-সহ ভেঙে পড়ল বিমান! অল্পের জন্য প্রাণে বাঁচলেন সকলেই!
জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির (ল্যান্ডিং গিয়ারে) সমস্যার কারণে উটাইর এয়ার-এর বোয়িং ৭৩৭ বিমানটি বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি।
নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ১০০ জন বিমানযাত্রী। জানা গিয়েছে, রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে উটাইর এয়ার-এর একটি যাত্রীবাহী বিমান। তবে ঘটনায় কোনও যাত্রীর তেমন গুরুতর আঘাত লাগেনি বলে জানানো হয়েছে উটাইর এয়ার কর্তৃপক্ষের তরফে।
ডেইলি মেইল সূত্রে খবর, মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে রবিবার এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির (ল্যান্ডিং গিয়ারে) সমস্যার কারণে উটাইর এয়ার-এর বোয়িং ৭৩৭ বিমানটি বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি। এর পরই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় বিমান।
আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় একাধিকবার ধর্ষণ বয়ফ্রেন্ডের, প্রায় সাড়ে ৭ কোটি টাকা জরিমানা আদালতের
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। ল্যান্ডিং-এর মুহূর্তে বিমানটির চাকা মাটি স্পর্শ করার আগেই বিমানের পেছনের অংশটি রানওয়ের উপর আছড়ে পড়ে।