রাতে পার্টি করায় ৩০০ বার বেত্রাঘাত, জেল সৌদিতে
রাতে পার্টি করার শাস্তি একেবারে হাজতবাস, সঙ্গে ৩০০ বার বেত্রাঘাত। না,না,ভয় পাবেন না আমাদের দেশ নয়। ঘটনাটা সৌদি আরবে। বিচ সাইড ভিলাতে গানের আওয়াজ নিয়ে এক পড়শির পুলিসের কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ছজন মহিলা ও পাঁচজন পুরুষকে গ্রেফতার করা হয়। অশ্লীলতার দায়ে ১১ জনকে ৩০০ বার বেত দিয়ে মারা হয়। তারপর এক বছরের জেলের শাস্তি হল।
![রাতে পার্টি করায় ৩০০ বার বেত্রাঘাত, জেল সৌদিতে রাতে পার্টি করায় ৩০০ বার বেত্রাঘাত, জেল সৌদিতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/10/49328-girl.jpg)
ওয়েব ডেস্ক: রাতে পার্টি করার শাস্তি একেবারে হাজতবাস, সঙ্গে ৩০০ বার বেত্রাঘাত। না,না,ভয় পাবেন না আমাদের দেশ নয়। ঘটনাটা সৌদি আরবে। বিচ সাইড ভিলাতে গানের আওয়াজ নিয়ে এক পড়শির পুলিসের কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ছজন মহিলা ও পাঁচজন পুরুষকে গ্রেফতার করা হয়। অশ্লীলতার দায়ে ১১ জনকে ৩০০ বার বেত দিয়ে মারা হয়। তারপর এক বছরের জেলের শাস্তি হল।
প্রমাণ হিসেবে পাওয়া গিয়েছিল মদের বোতল আর কিছু সেলফি। সৌদি আইন অনুযায়ী আত্মীয় ছাড়া কোনও মহিলা কোনও পুরুষের সঙ্গে মিশতে পারেন না। আর এতো একেবারে মদ খাওয়ার ঘটনা। তাই একেবারে বেত। ক দিন আগে সৌদি আরবেই এক বিদেশি রেস্তোঁয়ায় ঢুকতে বাধা দেওয়া হয়।