দেখুন, হাইওয়েতে ছুটন্ত গাড়ির মধ্যে কীভাবে ঢোকার চেষ্টা করল সাপ! (Video)
আপনি নিশ্চই চাইবেন না, আপনার প্রিয় গাড়ির মধ্যে 'আনওয়ান্টেড' কেউ ঢুকে পড়ুক? আর সেটা যদি হয় একটা বিশালকার সাপ!
![দেখুন, হাইওয়েতে ছুটন্ত গাড়ির মধ্যে কীভাবে ঢোকার চেষ্টা করল সাপ! (Video) দেখুন, হাইওয়েতে ছুটন্ত গাড়ির মধ্যে কীভাবে ঢোকার চেষ্টা করল সাপ! (Video)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/11/87515-snake-crawls-on-car-hood650x40061497151790.jpg)
ওয়েব ডেস্ক : আপনি নিশ্চই চাইবেন না, আপনার প্রিয় গাড়ির মধ্যে 'আনওয়ান্টেড' কেউ ঢুকে পড়ুক? আর সেটা যদি হয় একটা বিশালকার সাপ!
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বাসিন্দা রায়ান ম্যাকমারফি। হাইওয়ের উপর গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় হঠাত্ই দেখতে পান গাড়ির সামনে উঠে পড়েছে একটি বিশাল সাপ। কাঁচ বেয়ে এগিয়ে আসছে তারই দিকে। তড়িঘড়ি ড্রাইভ করতে করতেই গাড়ির জানলার কাঁচ তুলে দেন রায়ান। কিন্তু, তাতে কী! সমানে গাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করতে থাকে সাপটি।
বাধ্য হয়ে মাঝ রাস্তাতেই গাড়ি থামাতে বাধ্য হন রায়ান। নিজেই তারপর একসময় গাড়ি থেকে নেমে যায় সাপটি। দেখুন সেই ভিডিও-
আরও পড়ুন, খালি হাতে বালিশের কভার দিয়ে সাপ ধরলেন মহিলা! (ভাইরাল ভিডিও)