দুপুর ২টো থেকে ৫টা এখন সরকারীভাবে ঘুমোবে স্পেনের শহর
দুপুর ২টো থেকে ৫টা। স্পেনের এক শহরে এই সময়টা হল দুপুরে একেবারে পা ছড়িয়ে ঘুমনোর সরকারী সময়। শহরের মেয়র একেবারে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এই সময় যেন গোটা শহর চুপ থাকে, যাতে শহরবাসীর ঘুমোতে কোনও কষ্ট না হয়। অফিসে গেলেও যেন এই সময়ের মধ্যে কোনও এক সময়ে একটু জিরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে।
ওয়েব ডেস্ক: দুপুর ২টো থেকে ৫টা। স্পেনের এক শহরে এই সময়টা হল দুপুরে একেবারে পা ছড়িয়ে ঘুমনোর সরকারী সময়। শহরের মেয়র একেবারে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এই সময় যেন গোটা শহর চুপ থাকে, যাতে শহরবাসীর ঘুমোতে কোনও কষ্ট না হয়। অফিসে গেলেও যেন এই সময়ের মধ্যে কোনও এক সময়ে একটু জিরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে।
আসলে শহরের মেয়রের কাছে এক রিপোর্ট জমা পড়েছে, যাতে বলা আছে দুপুরে সঠিক বিশ্রাম পেলে শহরবাসী চাঙ্গা হন, উত্পাদনক্ষমতাও বাড়ে। এই রিপোর্ট হাতে পাওয়ার পর তড়িঘড়ি 'মধ্যাহ্নকালীন নিদ্রা'-কে সরকারী সিলমোহর দিয়ে দিয়েছেন মেয়র। তবে সরকারী নির্দেশিকা জারি হলেও তা বাধ্যতামূলক করা হয়নি।
স্পেন তো বটেই এমন নিয়ম বিশ্বের কোথাও আছে কি না তা জানা যায়নি।