Burqa Ban: বোরখা-হিজাব পরলেই প্রায় ৮৩ হাজার টাকা জরিমানা, আইন আনছে এই দেশ
এমন আইন নিয়ে আগেই সরব হয়েছিল সেদেশের মুসলিম সংগঠনগুলি। তাদের বক্তব্য ছিল সুইত্জারল্যান্ডে সবার সাংস্কৃতিগত আচরণ করার যে আধিকার ছিল তা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বোরখা কিংবা হিজাব নিয়ে অনেক আগেই হইচই শুরু হয়েছে ইউরোপে। যুক্তি দেওয়া হচ্ছে বোরখা অথবা হিজাব সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিপজ্জনক। আবার হিজাব ঠিকঠাক না পরায় দেশের নীতি পুলিসের মারে প্রাণ গিয়েছে এক ইরানি তরুণীর। এনিয়ে তোলপাড় সেদেশ। এতদিন এনিয়ে বিস্তর আলোচনা হয়েছে সুইত্জারল্যান্ডে। এবার সেখানে তা নিষিদ্ধ হতে চলেছে। শুধু তাই নয় বোরখা বা হিজাব পরলে দিতে হবে হাজার সুইস ফাঁ বা ভারতীয় মুদ্রায় ৮৩ হাজার টাকা জরিমানা। এমনই আইন আনতে চলেছে সুইস সরকার।
আরও পড়ুন-বউবাজারে ফের ফাটল, মেট্রোর সুড়ঙ্গের কোথায় বিপত্তি? দেখুন ছবিতে
দেশের যারা হিজাব বা বোরখা নিষিদ্ধ করার পক্ষে তাদের দাবি, নিরাপত্তার জন্য হুমকি তো বটেই বোরখা বা হিজাব হল পলিটিক্যাল ইসলামের চিহ্ন। সুইত্জারল্যান্ডে বোরখ নিষিদ্ধের পেছনে রয়েছে সে দেশের এগার কিংগার কমিটি। ২০২১ সালে সেদেশের মুখ ঢাকা দেওয়া নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয় সে দেশের পার্লামেন্ট। এবার এনিয়ে আইন আসতে চলেছে।
বোরখা নিষিদ্ধ করার আইনে কী থাকছে? সুইস সংবাদমাধ্যম সূত্রে খবর, বাসে-ট্রেনে, রেস্টুরেন্টে এমনকি ফাঁকা রাস্তায় হেঁটে গেলেও চোখ ও মুখ ঢাকা যাবে না। আইনে সরাসরি বোরখা বা হিজাবের কথা বলা হয়নি। তবে ওই আইনের প্রস্তাবনার বেশকিছু জায়গায় ছাড়ও দেওয়া হয়েছে। বিমানে ও প্রার্থনা করার মতো জায়গায় মুখ ঢাকা যাবে।
উল্লেখ্য, এমন আইন নিয়ে আগেই সরব হয়েছিল সেদেশের মুসলিম সংগঠনগুলি। তাদের বক্তব্য ছিল সুইত্জারল্যান্ডে সবার সাংস্কৃতিগত আচরণ করার যে আধিকার ছিল তা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু সেই যুক্তি এখন আর ধোপে টিকছে না।
এখনও পর্যন্ত দুনিয়ার যে ৫টি দেশ মুখ ঢাকা নিষিদ্ধ করেছে তাদের মধ্য়ে ঢুকতে চলেছে সুইত্জারল্যান্ড। তবে ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বুলগেরিয়ায় মুখ ঢাকা আংশিকভাবে নিষিদ্ধ। পাশাপাশি ২০১১ সালেই বোরখা নিষিদ্ধ করেছে ফ্রান্স।