এখন পূর্ণিমার রাতে সময় কাটান তাজমহলে
এবার পূর্ণিমার আলোয় সাদা মার্বেলের তাজ সৌধ দেখার সুযোগ খুব শীঘ্রই পাচ্ছেন। রাতে তাজকে দেখতে অনলাইনে টিকিট পাবেন তাজমহলের সরকারি ওয়েবসাইটে।
ওয়েব ডেস্ক: এবার পূর্ণিমার আলোয় সাদা মার্বেলের তাজ সৌধ দেখার সুযোগ খুব শীঘ্রই পাচ্ছেন। রাতে তাজকে দেখতে অনলাইনে টিকিট পাবেন তাজমহলের সরকারি ওয়েবসাইটে।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা জানান, রাতে তাজমহল দেখার প্রস্তাব পাস হয়ে গেছে, খুব তাড়াতাড়ি অনলাইনে টিকিট পাওয়া যাবে। বিকেল ৩ টে পর্যন্ত অনলাইনে টিকিট পাওয়া যাবে।
আর্কিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া তরফে জানান হয়েছে, সন্ধে ৮.৩০ থেকে রাত ১২.৩০ পর্যন্ত খোলা থাকবে তাজমহল। আধ ঘন্টা সময় দেওয়া হবে পর্যটকদের রাতে তাজের সঙ্গে মুহূর্ত কাটানোর। এই প্রতিষ্ঠান থেকে আরও জানান হয়েছে, মাসে মাত্র পাঁচটি রাত্রি খোলা থাকবে। পূর্ণিমার আগের দু-দিন ও পরের দু-দিন খোলা থাকবে।