২ মাসের মধ্যেই ফের সন্ত্রাস বিদ্ধ লন্ডন
দু মাসের মধ্যেই ফের সন্ত্রাসে বিদ্ধ লন্ডন। চলতি বছরের গোড়াতেই মার্চ মাসে ব্রিটিশ পার্লামেন্টে হামলা চালায় জঙ্গিরা। ২২ মার্চ দুপুরে টেমসের দুপাড়ে তখন পর্যটকদের ভিড়। পুরোদমে চলছে ব্রিটিশ পার্লামেন্টে অধিবেশন। হঠাত্ই ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে একটা কালো গাড়ি ছুটে এসে পিষে দেয় পথচারীদের। তারপর পার্লামেন্ট ভবনের রেলিংয়ে ধাক্কা মেরে থেমে যায় গাড়ি।
![২ মাসের মধ্যেই ফের সন্ত্রাস বিদ্ধ লন্ডন ২ মাসের মধ্যেই ফের সন্ত্রাস বিদ্ধ লন্ডন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/04/87028-parliament-terror-attack-599033.jpg)
ওয়েব ডেস্ক : দু মাসের মধ্যেই ফের সন্ত্রাসে বিদ্ধ লন্ডন। চলতি বছরের গোড়াতেই মার্চ মাসে ব্রিটিশ পার্লামেন্টে হামলা চালায় জঙ্গিরা। ২২ মার্চ দুপুরে টেমসের দুপাড়ে তখন পর্যটকদের ভিড়। পুরোদমে চলছে ব্রিটিশ পার্লামেন্টে অধিবেশন। হঠাত্ই ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে একটা কালো গাড়ি ছুটে এসে পিষে দেয় পথচারীদের। তারপর পার্লামেন্ট ভবনের রেলিংয়ে ধাক্কা মেরে থেমে যায় গাড়ি।
এরপরই লম্বা একটা ছুরি নিয়ে গাড়ি থেকে লাফিয়ে নামে চালক। পার্লামেন্ট চত্বরে ঢুকে ঝাঁপিয়ে পড়ে সেখানো মোতায়েন পুলিসের ওপর। পুলিসের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আততায়ীর। হামলার ধরণের সঙ্গে মিল পাওয়া যায় নিস, মিউনিখ, জেরুজালেমে আইএস জঙ্গি হানার। আপাতত গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে লোন উল্ফ নামে সন্ত্রাসবাদীদের এই নয়া হামলার আতঙ্ক। গতকাল রাতের লন্ডন ব্রিজে হামলা মাস দুয়েক আগের ব্রিটিশ পার্লামেন্টে হামলার ঘটনাকেই ফের উসকে দিল।
আরও পড়ুন, লাগাতার বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, মৃত ১৮