পাকিস্তানে শিয়া-বাসে জঙ্গি হামলা, হত ১৯

ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া (সাবেক উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ)। মঙ্গলবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী কোহিস্তান জেলায় একটি যাত্রীবোঝাই বাসে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ জনকে হত্যা করল সশস্ত্র বন্দুকধারীরা।

Updated By: Feb 28, 2012, 05:01 PM IST

ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া (সাবেক উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ)। মঙ্গলবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী কোহিস্তান জেলায় একটি যাত্রীবোঝাই বাসে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ জনকে হত্যা করল সশস্ত্র বন্দুকধারীরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭ যাত্রী। হতাহতরা প্রত্যেকেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠীর মুসলিম। ফলে এই নাশকতার পিছনে সুন্নি প্রভাবিত মোল্লা ফজলুল্লা গোষ্ঠীর তালিবানদের হাত রয়েছে বলে মনে করছে প্রশাসন।
পুলিস সূত্রে জানান হয়েছে, আক্রান্ত বাসটি রাওয়ালপিন্ডি শহর থেকে শিয়া তীর্থযাত্রীদের নিয়ে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিটের উদ্দেশে পাড়ি দিচ্ছিল। পাবর্ত্যময় কোহিস্তান অঞ্চলটি জঙ্গি তৎপরতার জন্য তেমন আলোচিত না হলেও এটি সংঘাতপূর্ণ সোয়াট উপত্যকার সীমান্তে অবস্থিত। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঞ্চলটি মোল্লা ফজলুল্লা ওরফে রেডিও মোল্লা`র নেতৃত্বাধীন `তেহরিক-ই-নিফাজ-ই-শরিয়তি-মহম্মদী` গোষ্ঠীর প্রবল প্রভাব রয়েছে। দু`বছর আগেই সোয়াট উপত্যকায় ফজলুল্লা গোষ্ঠীর বিরুদ্ধে অপারেশন `রাহ-এ-নিজাত` চালিয়েছিল পাক ফৌজ। ধর্মীয় বিদ্বেষের কারণেই এদিন শিয়া ধর্মালম্বী মুসলিমদের বাসে হামলা চালান হয়েছে বলে মনে করছে পুলিস।

.