Bangladesh Train Accident: বাংলাদেশে কোচিং সেন্টারের মাইক্রোবাসে ধাক্কা ট্রেনের, নিহত ৭ পড়ুয়া-সহ ১১ জন

পুলিস সূত্রে খবর, ওই কোচিং সেন্টারের পড়ুয়ারা চট্টোগ্রামের খৈয়াছড়ায় একটি ঝরনা দেখে ফিরছিল। মাইক্রাবাসটিতে ছিল ১৮ জন। মিরসরাই উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনের কাছে যে জায়গার লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কোনও কর্মী ছিলেন না

Updated By: Jul 30, 2022, 03:50 PM IST
Bangladesh Train Accident: বাংলাদেশে কোচিং সেন্টারের মাইক্রোবাসে ধাক্কা ট্রেনের, নিহত ৭ পড়ুয়া-সহ ১১ জন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে ভয়ঙ্কর এক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন  ৭ পড়ুয়া-সহ ১১ জন। শুক্রবার সকালে চট্টোগ্রামের আটহাজারি উপজেলায় একটি লেভেল ক্রসিংয়ে পড়ুয়াভর্তি একটি মাইক্রোবাসে ধাক্কা দেয় ট্রেনটি। এরপর ওই বাসটিকে প্রায় এক কিলোমিটার টানাতে টানতে নিয়ে যায় ট্রেনটি। ওই মর্মান্তিক দুর্ঘটনায় এখনওপর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৫ জন। বাসটিতে ছিলেন একটি কোচিং সেন্টারের শিক্ষক ও পড়ুয়ারা। নিহতদের অধিকাংশই পড়ুয়া। নিহতের তালিকায় রয়েছেন বাসটির চালক ও কোচিং সেন্টারের এক শিক্ষক।

পুলিস সূত্রে খবর, ওই কোচিং সেন্টারের পড়ুয়ারা চট্টোগ্রামের খৈয়াছড়ায় একটি ঝরনা দেখে ফিরছিল। মাইক্রাবাসটিতে ছিল ১৬ জন। মিরসরাই উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনের কাছে যে জায়গার লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কোনও কর্মী ছিলেন না। তবে রেলের দাবি, গেট ফেলা ছিল। কেউ তা তুলে দেয়। এতেই চট্টগ্রাম গামী একটি এক্সপ্রেস ট্রেনে এসে সোজা ধাক্কা মারে বাসের পেটে। প্রবল সেই ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। তারপর সেটিকে টানতে টানতে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

ভয়ঙ্কর ওই দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন জুনায়েদ কায়সার ইমন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন ইমন সংবাদমাধ্যমে জনিয়েছেন, খোলা রেল গেট পেয়ে লাইনে উঠে যায় বাসটি। আর ট্রেনটি এসে ধাক্কা মারে বাসের পেটে। সঙ্গে সঙ্গে বাসের পেছনের দরজা খুলে য়ায়। আমরা অনেকেই নীচে পড়ে যাই। সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির জল আমি অনেকের মুখে দিয়েছি। বাসটিকে ট্রেন অনেকটাই টেনে নিয়ে চলে গিয়েছিল। সেখানে কোনওক্রমে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি সবাই রক্তাক্ত। বাসটি দলা পাকিয়ে গিয়েছে।   

আরও পড়ুন-এক জোড়া বিশ্বরেকর্ড রোহিতের! কী কী করলেন 'হিটম্যান' ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.