বাইডেনের ক্যাবিনেটে জায়গা পেতে চলেছেন এক বাঙালি!
বাইডেনের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে দুই ভারতীয়
নিজস্ব প্রতিবেদন: জো বাইডেনের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন দুই ভারতীয়।
এই বিশিষ্ট দু'জন হলেন যথাক্রমে প্রাক্তন মার্কিন সার্জন জেনারেল বিবেক মূর্তি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ মজুমদার। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, বিবেক মূর্তিকে স্বাস্থ্য ও মানব পরিষেবা সচিব এবং অরুণ মজুমদারকে শক্তি সচিব হিসেবে প্রাথমিক ভাবে ভাবা হয়েছে।
অরুণ মজুমদার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক। ২০০৯ সালের অক্টোবরে বারাক ওবামা তাঁকে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি-এনার্জির ডিরেক্টর পদে মনোনীত করেন। বিবেক মূর্তি ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম সার্জন জেনারেল নির্বাচিত হন। তাঁকেও মনোনীত করেন ওবামাই।
আরও পড়ুন: ইথিওপিয়ার মানুষ প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন