সোচি অলিম্পিক ভিলেজের বাথরুমে আটকে মরণফাঁদে পড়লেন মার্কিন অ্যাথলিট
বাথরুমে আটকে গেলে আপনি কী করবেন? হয় দরজা ধাক্কাবেন, নয়ত চিলচিত্কার জুড়ে দেবেন সাহায্যের আশায়। তবে এসবের ধারপাশ দিয়েও যাননি সোচি অলিম্পিকে যোগদানকারী মার্কিন ববস্লেডার জনি কুইন। বাথরুমের বদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে গোটা দরজাটাই ভেঙে ফেলেছেন তিনি।
বাথরুমে আটকে গেলে আপনি কী করবেন? হয় দরজা ধাক্কাবেন, নয়ত চিলচিত্কার জুড়ে দেবেন সাহায্যের আশায়। তবে এসবের ধারপাশ দিয়েও যাননি সোচি অলিম্পিকে যোগদানকারী মার্কিন ববস্লেডার জনি কুইন। বাথরুমের বদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে গোটা দরজাটাই ভেঙে ফেলেছেন তিনি।
অলিম্পিক ভিলেজের বাথরুমে স্নান সারতে ঢুকেছিলেন জনি। তখনই বেকায়দায় আটকে যায় দরজা। তবে আমেরিকার টেক্সাস থেকে আসা ৬ফুট ২ ইঞ্চি লম্বা ২২০ পাউন্ডের এই ববস্লেডারের কাছে দাঁড়াতেই পারেনি বেচারি দরজা।
ভাঙা দরজার সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন জনি। দরজা ভাঙতে ববস্লেডের পুশ ট্রেনিংকেই কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে দরজা ভাঙার জন্য কোনও ক্ষতিপূরণ দিতে হবে কীনা তানিয়ে একটু ধন্দে রয়েছেন এই মার্কিন ববস্লেডার।