Viral Video: 'তালিবান আসছে, আমাদের বাঁচান', US Army-র কাছে আফগান মহিলাদের কাতর আর্জি

নেটজেনদের দাবি, ভিডিয়োটি কাবুল বিমানবন্দরের।

Updated By: Aug 19, 2021, 10:06 AM IST
Viral Video: 'তালিবান আসছে, আমাদের বাঁচান', US Army-র কাছে আফগান মহিলাদের কাতর আর্জি

নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে সরকার গড়তে চলা তালিবানদের মুখে একাধিকবার শোনা গিয়েছে অভয় বাণী। তবে মুখে শান্তির কথা বললেও, বাস্তবটা কিন্তু অন্য়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একধিক ভিডিয়ো। যা ইঙ্গিত দিচ্ছে, ফের আফগানিস্তানে শুরু হতে চলেছে অন্ধকার যুগ। ভাইরাল সেই ভিডিয়োর একটিতে আফগান মহিলাদের কাতর আর্তি শোনা গিয়েছে। 

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে মার্কিন সেনার কাছে তাঁরা অনুরোধ করছেন, "তালিবান আসছে, আমাদের রক্ষা করুন।"  একটি বন্ধ গেটের ওপাড় থেকে হাউ হাউ করে কাঁদছেন আফগান মহিলারা। জীবন বাঁচানোর শেষ চেষ্টা করছেন তাঁরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ওই ভডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাজাই করেনি Zee ২৪ ঘণ্টা।

আরও পড়ুন: USA: Taliban দখলে Afghanistan, ৪৬০ মিলিয়ন ডলারের পুঁজি বাঁচাতে বড় সিদ্ধান্ত IMF-এর

আরও পড়ুন: Afghanistan: দেশ চালাবে 'কাউন্সিল', প্রাক্তন সেনা কর্মীদের সাহায্য চাইছে Taliban!

নেটজেনদের দাবি, ভিডিয়োটি কাবুল বিমানবন্দরের। কেবল এই ভিডিয়োটি নয়। আগে প্রকাশ্যে এসেছে একাধিক ভিডিয়ো। যেখানে কোথাও তালিবান জঙ্গিদের রাস্তায় বন্দুক নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে, কোথাও মহিলাদের উপর অত্যাচার করতে দেখা যাচ্ছে। যা সরাসরি অন্ধকার যুগ ফেরার ইঙ্গিত।

.