একটি রহস্যময় ছবি ধরা পড়ল আন্টার্টিকায়
প্রায় ১৪ মাইল জায়গা জুড়ে একটি রসহস্যময় বস্তুর ছবি ধরা পড়ল আন্টার্টিকায়। গুগল আর্থ ম্যাপেই প্রথম চোখে পড়ে বস্তুটি।
ওয়েব ডেস্ক: প্রায় ১৪ মাইল জায়গা জুড়ে একটি রসহস্যময় বস্তুর ছবি ধরা পড়ল আন্টার্টিকায়। গুগল আর্থ ম্যাপেই প্রথম চোখে পড়ে বস্তুটি।
বহু বিজ্ঞানী এই বস্তুটিকে কোনও গোপন গবেষণা কেন্দ্র বলে মনে করছেন। এছাড়াও বেশ কিছু বিজ্ঞানী এই বস্তুটিকে অন্য গ্রহের জাহাজ বলেও মনে করছেন। তাঁদের মতে জাহাজটি সম্ভবত বরফের তলায় কোনও কারণে ঢাকা পড়ে গিয়েছে। বস্তুটিকে পরিমাপ করে দেখা গিয়েছে দৈর্ঘ্য ১৪ মাইল এবং প্রস্থে ৪.৫ মাইল।
দুবছর আগে ইউ টিউবে দেওয়া হয়েছিল ভিডিওটি। কিন্তু ওই বস্তুটি চোখে পড়েনি কারোরই। এরপর ওয়াও ফরেল নামে এক ব্যাক্তির চোখে পড়ে এই বস্তুটি। তারপর থেকেই কয়েক বছর ধরে এর ওপর গবেষণা চালান বিজ্ঞানীরা।
বস্তুটিকে দেখতে হলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন.........