World Heritage Day: অতীতের সংরক্ষণই হোক বিশ্ব ঐতিহ্য দিবসের অন্যতম লক্ষ্য

সংস্কৃতি, প্রাচীন সভ্যতা, স্মারকস্তম্ভ, ঐতিহাসিক নির্মাণকে যথোচিত রক্ষা করাই এদিনটির লক্ষ্য।

Updated By: Apr 18, 2022, 08:27 PM IST
World Heritage Day: অতীতের সংরক্ষণই হোক বিশ্ব ঐতিহ্য দিবসের অন্যতম লক্ষ্য

নিজস্ব প্রতিবেদন: আজ বিশ্ব ঐতিহ্য দিবস। ১৯৮৩ সালে এই ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন শুরু হয়েছিল। ঐতিহাসিক স্থল, ঐতিহাসিক স্মারক ইত্যাদিকে সংরক্ষণ করা বিষয়ে সচেতনতার প্রচারই এ দিনটির মূল উদ্দেশ্য। 

প্রতি বছরই দিনটির একটি মূল ভাবনা থাকে। এ বছরের থিম হল-- Heritage and Climate! 'ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস' প্রতি বছর এই থিম স্থির করে। 

আসলে দীর্ঘদিন ধরেই পৃথিবীর ঐতিহ্যশীল নির্দশনগুলিকে রক্ষা করার ক্ষেত্রে আবহাওয়ার দিক থেকে বাধা পাচ্ছে মানুষ। তাই এ বছর এই থিমের মাধ্যমে বিষয়টির দিকে নজর দেওয়া হল। কিছু কিছু ঐতিহাসিক স্থলের ক্ষেত্রে আদিম জনজাতির নিবিড় যোগাযোগ থাকে।  এর মাধ্যমে তাঁদেরও রক্ষাকবচ দেওয়া হল। 

যদি দূষণ কমানো যায়, পৃথিবীকে আরও সবুজ করে তোলা যায় তবে প্রাচীন মানবগোষ্ঠী এবং প্রাচীন ঐতিহ্য দুইই বাঁচবে।  

আরও পড়ুন: Russia-Ukraine War: শঙ্কিত রাষ্ট্রসঙ্ঘ জানাল, ইতিমধ্যেই ৫০ লক্ষেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন!

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.