বিশ্বের সবথেকে বড় হিরের নিলামি, জানেন কত দাম?

বিগত ১০০ বছরের মধ্যে আবিষ্কৃত 'হিরে নক্ষত্র'দের মত এইটিই সব থেকে বড় এবং সবথেকে দামী। আকারে ১,১৯০ ক্যারেট। আনুমানিক দাম হতে পারে ৭ কোটি টাকা কিংবা তাঁরও বেশি। 

Updated By: May 6, 2016, 12:49 PM IST
বিশ্বের সবথেকে বড় হিরের নিলামি, জানেন কত দাম?

ওয়েব ডেস্ক: বিগত ১০০ বছরের মধ্যে আবিষ্কৃত 'হিরে নক্ষত্র'দের মত এইটিই সব থেকে বড় এবং সবথেকে দামী। আকারে ১,১৯০ ক্যারেট। আনুমানিক দাম হতে পারে ৭ কোটি টাকা কিংবা তাঁরও বেশি। 

আগামী মাসেই লন্ডনে নিলাম হতে চলেছে এই হিরের। ২৯ জুন'ই গোটা বিশ্ব জানতে পারবে এই হিরের মালিক হবেন কে! হিরের নামকরণ করা হয়েছে 'Our Light'। 

একটি টেনিস বলের সাইজে আবিষ্কৃত এই হিরে বহু প্রাচীন বলেই দাবি করা হচ্ছে। অবশ্য এর আগে ১৯০৫ সালে, এই হিরের দ্বিগুণ মাপের একটি হিরে আবিষ্কার করা হয়েছিল, যা ছিল ৩০০০ ক্যারেটের। 

.