চিনের চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঝাঁপ দর্শনার্থীর (দেখুন ভিডিও)
১৯৯৬ সালে ১ জানুয়ারি আলিপুর চিড়িয়াখানায় সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা মনে আছে? রয়্যাল বেঙ্গল টাইগার শিবার গলায় মালা পরাতে গিয়ে বাঘের খাঁচায় ঝাপ দিয়ে প্রাণ হারিয়েছিলেন প্রকেশ তিওয়ারি নামের এক যুবক। অনেকটা সেইরকমই হল চিনের এক চিড়িয়াখানায়। বাঘকে আরও ভাল করে দেখতে ৪০ বছরের এক দর্শক নিরাপত্তার কঠিন বেড়াজাল টপকে চিডি়য়াখানায় বাঘের খাঁচায় ঝাঁপ দিলেন। তবে ভাল খবর একটাই শেষ অবধি নিরাপত্তারক্ষীদের তত্পরতায় অক্ষয় অবস্থায় ফিরলেন চিনেক এই ৪০ বছরের ব্যক্তি।
ওয়েব ডেস্ক: ১৯৯৬ সালে ১ জানুয়ারি আলিপুর চিড়িয়াখানায় সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা মনে আছে? রয়্যাল বেঙ্গল টাইগার শিবার গলায় মালা পরাতে গিয়ে বাঘের খাঁচায় ঝাপ দিয়ে প্রাণ হারিয়েছিলেন প্রকেশ তিওয়ারি নামের এক যুবক। অনেকটা সেইরকমই হল চিনের এক চিড়িয়াখানায়। বাঘকে আরও ভাল করে দেখতে ৪০ বছরের এক দর্শক নিরাপত্তার কঠিন বেড়াজাল টপকে চিডি়য়াখানায় বাঘের খাঁচায় ঝাঁপ দিলেন। তবে ভাল খবর একটাই শেষ অবধি নিরাপত্তারক্ষীদের তত্পরতায় অক্ষয় অবস্থায় ফিরলেন চিনেক এই ৪০ বছরের ব্যক্তি। (নিচে দেখুন ভিডিও)
গত শনিবার মধ্য চিনের হেনানে এক চিড়িয়াখানায় সকাল ১১টা নাগাদ ঘটানাটি ঘটে। সেই চিড়িয়াখানায় বাঘ দর্শনের নিয়মটা ঠিক আমাদের মত নয়। অনেকটা ক্রেনের মত জিনিসে চড়ে বাঘের খাঁচার ওপর থেকে বাঘমামাকে দেখানো হয়। এতে দর্শকরা অনেক পরিষ্কারভাবে বাঘ দেখতে পান। সেইরকমই এক ক্রেন যখন উঠছিল, সেখান থেকেই সেই ব্যক্তি ঝাঁপ দেন বাঘের খাঁচায়। বাঘটি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে উদ্ধার করা হয়।