উত্তর দিনাজপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩
গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ সাইকেল আরোহীর। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুরের চোপড়া থানার সোনাপুর এলাকায়। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
![উত্তর দিনাজপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩ উত্তর দিনাজপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/03/59507-accident5465665465.jpg)
ওয়েব ডেস্ক : গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ সাইকেল আরোহীর। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুরের চোপড়া থানার সোনাপুর এলাকায়। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেলে চেপে যাচ্ছিলেন ওই তিনজন। সেই সময় সোনাপুর এলাকায় ঘটে দুর্ঘটনাটি। মৃতদের মধ্যে দু'জনের পরিচয় জানতে পেরেছে পুলিস। সম্ভবত মালবোঝাই দ্রুতগামী লরি তাঁদের ধাক্কা মেরেছে বলে অনুমান পুলিসের। ঘাতক গাড়িটির খোঁজে পার্শ্ববর্তী থানাগুলিকে সতর্ক করেছে চোপড়া থানার পুলিস।