আজও মৃত্যু এনসেফ্যালাইটিসে, উত্তরবঙ্গে মারা গেলেন আরও ৩ জন
Updated By: Aug 6, 2014, 01:05 PM IST
![আজও মৃত্যু এনসেফ্যালাইটিসে, উত্তরবঙ্গে মারা গেলেন আরও ৩ জন আজও মৃত্যু এনসেফ্যালাইটিসে, উত্তরবঙ্গে মারা গেলেন আরও ৩ জন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/06/27681-encetoday.jpg)
উত্তরবঙ্গ মেডিক্যালে এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৩ জনের। আজ সকালে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজনের নাম অর্জুন সিং। তিনি উত্তরদিনাজপুরের গোয়ালপুকুরের বাসিন্দা ছিলেন। এইনিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে মৃতের সংখ্যা বেড়ে হল ১০৫ জন।
রাজ্যে এনসেফেল্যাইটিসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৫ জন। উত্তরবঙ্গ ছাড়িয়ে দক্ষিণবঙ্গেও থাবা বসিয়েছে মারণজ্বর এনসেফ্যালাইটিস। বেশিরভাগ জেলা হাসপাতালগুলি থেকে জ্বরের লক্ষণ নিয়ে কলকাতার হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছেন রোগীরা। রোগীর চাপ সামলাতে নাজেহাল দশা চিকিত্সকদের। এদিকে এনসেফ্যালাইটিস প্রতিরোধে রাজ্যে শূয়োর ধরা অভিযান জারি রেখেছে সরকার।