চাঁপদানিতে পুলিস পেটানোর ঘটনায় ৬ জনকে বহিস্কার করল তৃণমূল
হুগলির চাঁপদানিতে পুলিস পেটানোর ঘটনায় ৬ জনকে দল থেকে বহিস্কার করল তৃণমূল। ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিস।
ওয়েব ডেস্ক: হুগলির চাঁপদানিতে পুলিস পেটানোর ঘটনায় ৬ জনকে দল থেকে বহিস্কার করল তৃণমূল। ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিস।
পেটানো হয়েছে পুলিসকে। আহত ভদ্রেশ্বর থানার OC-সহ নয় পুলিসকর্মী। অভিযোগ তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পুলিস ফাঁড়িতে হামলা চালায় তৃণমূল। চাঁপদানির ৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর বিক্রম গুপ্তা এ বারও ঘাসফুলের টিকিটে প্রার্থী। পলতাঘাটে GT রোডে পুলিস এক তৃণমূল কর্মীর গাড়ি আটকালে গাড়ি ছাড়াতে যান তিনি। রীতিমতো ধমক দিতে শুরু করেন পুলিসকে। পুলিস তাঁকে চাঁপদানি ফাঁড়িতে ঢুকিয়ে দেয়। এরপরই, ফাঁড়িতে তাণ্ডব চালান তাঁর অনুগামীরা। ভাঙচুরের মধ্যেই বেপাত্তা হয়ে যান কাউন্সিলর।
পরিস্থিতি সামাল দিতে সিঙ্গুর, ভদ্রেশ্বর, চন্দননগর থানার পুলিসকর্মীরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে আসেন জেলা পুলিসের ওপর মহলের কর্তারাও। পুলিসকে লক্ষ্য করে শাসকদলের কর্মীরা ইট ছোঁড়েন বলেও অভিযোগ।
যদিও, পুলিসকে আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। থানায় ঢুকে শাসকদলের তাণ্ডব, পুলিসকে আক্রমণ অবশ্য নতুন নয়। আলিপুর, বোলপুরের পর পুরভোটের মুখে সেই তালিকায় জুড়ে গেল চাঁপদানিও।