জঙ্গলমহলে ফের রাতের ট্রেন
জ্ঞানেশ্বরী কাণ্ডের পর ফের ঝাড়গ্রাম লাইনে চালু হচ্ছে রাতের ট্রেন। সম্ভবত আজ থেকেই পরিষেবা চালু হবে।
জ্ঞানেশ্বরী কাণ্ডের পর ফের ঝাড়গ্রাম লাইনে চালু হচ্ছে রাতের ট্রেন। সম্ভবত আজ থেকেই পরিষেবা চালু হবে। ২০১০-এর ২৮ মে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম মহকুমার সরডিহা স্টেশনের অনতিদূরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে মাওবাদী এবং জনসাধারণের কমিটির নাশকতায় প্রাণ হারান ১৪৮ জন যাত্রী। এর পর থেকেই ঝাড়গ্রাম-টাটা রুটে রাতের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাঁচি, হাতিয়া, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মতো ট্রেনগুলি এত দিন ঘুরপথে চালানো হচ্ছিল। জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর সফর চলাকালীনই চালু হচ্ছে রাতের ট্রেন। যৌথবাহিনীর ক্রমাগত অভিযানে মাওবাদীরা কিছুটা কোণঠাসা হয়ে পড়ার কারণেই ফের জঙ্গলমহলে রাতের ট্রেন চালু করার ঝুঁকি নিচ্ছে রেল দফতর।