৫০০ টাকা জরিমানা দিতে অস্বীকার করায় আরপিএফ কর্মীর কাছে প্রহৃত অটো যাত্রী
অটোর এক যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো আরপিএফে কর্মী পি সি মীনার বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার স্টেশনে। ট্রেন ধরার জন্য ভোলারডাবরি থেকে অটোয় সপরিবার স্টেশনে আসেন ওই যাত্রী। অভিযোগ, নো পার্কিং জোনে অটো রাখায় যাত্রীর কাছেই জরিমানা হিসেবে পাঁচশো টাকা দাবি করেন মদ্যপ অবস্থায় থাকা ওই আরপিএফ কর্মী। টাকা দিতে অস্বীকার করায় ব্যাক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁর স্ত্রীকেও। এমনকি তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় রেল হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আলিপুরদুয়ার থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করলেও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি রেলের কোনও কর্তাই।
![৫০০ টাকা জরিমানা দিতে অস্বীকার করায় আরপিএফ কর্মীর কাছে প্রহৃত অটো যাত্রী ৫০০ টাকা জরিমানা দিতে অস্বীকার করায় আরপিএফ কর্মীর কাছে প্রহৃত অটো যাত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/17/40253-13rpf-constable-o.jpg)
ওয়েব ডেস্ক: অটোর এক যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো আরপিএফে কর্মী পি সি মীনার বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার স্টেশনে। ট্রেন ধরার জন্য ভোলারডাবরি থেকে অটোয় সপরিবার স্টেশনে আসেন ওই যাত্রী। অভিযোগ, নো পার্কিং জোনে অটো রাখায় যাত্রীর কাছেই জরিমানা হিসেবে পাঁচশো টাকা দাবি করেন মদ্যপ অবস্থায় থাকা ওই আরপিএফ কর্মী। টাকা দিতে অস্বীকার করায় ব্যাক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁর স্ত্রীকেও। এমনকি তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় রেল হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আলিপুরদুয়ার থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করলেও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি রেলের কোনও কর্তাই।