বাকুঁড়ায় জলের তোড়ে ভেসে গেল বাস, উদ্ধার যাত্রী, চালক ও খালাসি

বাকুঁড়ার কোতুলপুরে জলের তোড়ে ভেসে গেল বাস। প্রচণ্ড বৃষ্টিতে গতকাল রাত থেকে জল বইছিল কোতুলপুর-জয়রাবাটি রাস্তার ওপর আমোদর নদীর সেতুতে। আজ সকালে জয়রামবাটি থেকে কোতলপুরে আসার সময় যাত্রী সমেত একটি বাস জলের তোড়ে ভেসে যায়। বাসটি একটি গাছে আটকে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রী, চালক ও খালাসিদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। 

Updated By: Aug 1, 2015, 12:59 PM IST
বাকুঁড়ায় জলের তোড়ে ভেসে গেল বাস, উদ্ধার যাত্রী, চালক ও খালাসি

ওয়েব ডেস্ক: বাকুঁড়ার কোতুলপুরে জলের তোড়ে ভেসে গেল বাস। প্রচণ্ড বৃষ্টিতে গতকাল রাত থেকে জল বইছিল কোতুলপুর-জয়রাবাটি রাস্তার ওপর আমোদর নদীর সেতুতে। আজ সকালে জয়রামবাটি থেকে কোতলপুরে আসার সময় যাত্রী সমেত একটি বাস জলের তোড়ে ভেসে যায়। বাসটি একটি গাছে আটকে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রী, চালক ও খালাসিদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। 

জলে ভাসছে বীরভূমও। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বর্ধমানের জামালপুরের কুড়িটি গ্রাম। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, ময়না, এগরা সহ বহু এলাকা এখনও জলমগ্ন। তার ওপর লাগাতার বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ। গ্রামের পর গ্রাম জলের তলায়। টিউবয়েলগুলিও জলের তলায় চলে যাওয়ায়, পানীয় জলের অভাব দেখা দিয়েছে বহু জায়গায়।বন্যায় বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলাও।

Tags:
.