মাধ্যমিকের প্রথম দশে কামাল বাঁকুড়া জেলা স্কুলের, পিছিয়ে নেই কোচবিহারের জেনকিন্সও

মাধ্যমিকের প্রথম দশে, শুধু প্রথম স্থানটিই নয়,  এক্কেবারে নটি স্থান জুড়ে বসে বাঁকুড়া জেলা স্কুল। পিছিয়ে নেই কোচবিহার জেনকিন্সও। প্রথম দশের তালিকায় রয়েছেন জেনকিন্সের পাঁচ জন।

Updated By: May 22, 2015, 06:39 PM IST
মাধ্যমিকের প্রথম দশে কামাল বাঁকুড়া জেলা স্কুলের, পিছিয়ে নেই কোচবিহারের জেনকিন্সও

ব্যুরো: মাধ্যমিকের প্রথম দশে, শুধু প্রথম স্থানটিই নয়,  এক্কেবারে নটি স্থান জুড়ে বসে বাঁকুড়া জেলা স্কুল। পিছিয়ে নেই কোচবিহার জেনকিন্সও। প্রথম দশের তালিকায় রয়েছেন জেনকিন্সের পাঁচ জন।

উচ্ছ্বসিত পড়ুয়ারা। মাধ্যমিকে সাফল্য শুধুই তাঁদের কিংবা পরিবারের সবার মুখে হাসি ফোটায়নি। পড়ুয়াদের সাফল্যে, গর্বিত স্কুলও।  
আর যখন একই স্কুল থেকে উঠে আসে একাধিক কৃতী, তবে তো কথাই নেই!

মাধ্যমিক হোক, বা উচ্চমাধ্যমিক, মেধা তালিকায় নাম থাকেই বাঁকুড়া জেলা স্কুলের। দু হাজার ছয়ে মাধ্যমিকের প্রথম দশে ছিলেন এই স্কুলের ছ জন ছাত্র। এতদিন পর্যন্ত সেটাই ছিল গোটা রাজ্যে কোনও স্কুলের রেকর্ড সাফল্য। এবছর নিজের রেকর্ড নিজেই ভেঙেছে বাঁকুড়া জেলা স্কুল। প্রথম দশ স্থানাধিকারীর মধ্যে, মোট ন জন এই স্কুলের পড়ুয়া। প্রথম স্থানটিও এই স্কুলেরই দখলে।

১৫৪ বছরের পুরনো জেনকিন্স স্কুল। বরাবর জেলায় শিক্ষার পীঠস্থান হিসেবে পরিচিত। এবারও তার অন্যথা হয়নি। প্রথম দশে, পাঁচ ছাত্র জেনকিন্সের।  

সাফল্যের মন্ত্র লুকিয়ে স্কুলেই।

 

.