উন্নয়নকে সামনে রেখে বর্ধমানে পুরভোটের যুদ্ধে সিপিআইএম

বর্ধমানের পুরভোটের প্রচারে উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে লড়াইয়ে নামছে বামেরা। বিগত পুরবোর্ডে বিরোধী আসনে থাকা তৃণমূল তুলছে দুর্নীতির অভিযোগ। বামেরা অবশ্য পাল্টা সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। সন্ত্রাস ইস্যুতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে মুখ খুলেছে বর্ধমানে ওয়ার্ড সংখ্যা পঁয়ত্রিশ। প্রাক্তন পুরপ্রধান আইনুল হকের দাবি, পুরসভার চালকের আসনে বসে রাস্তা, পানীয় জল, নিকাশি সমস্যা অনেকটাই মিটিয়ে ফেলেছে বামেরা।

Updated By: Sep 19, 2013, 11:47 AM IST

বর্ধমানের পুরভোটের প্রচারে উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে লড়াইয়ে নামছে বামেরা। বিগত পুরবোর্ডে বিরোধী আসনে থাকা তৃণমূল তুলছে দুর্নীতির অভিযোগ। বামেরা অবশ্য পাল্টা সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। সন্ত্রাস ইস্যুতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে মুখ খুলেছে বর্ধমানে ওয়ার্ড সংখ্যা পঁয়ত্রিশ। প্রাক্তন পুরপ্রধান আইনুল হকের দাবি, পুরসভার চালকের আসনে বসে রাস্তা, পানীয় জল, নিকাশি সমস্যা অনেকটাই মিটিয়ে ফেলেছে বামেরা।
 
ভোটপ্রচারে বেরিয়ে তাই উন্নয়নকেই হাতিয়ার করছে সিপিআইএম। যদিও বিগত বাম পুরবোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন বিরোধীরা। বামেরা অবশ্য তাতে আমল দিতে নারাজ। জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী পরেশ সরকার। 
 
সিপিআইএম, তৃণমূলের সঙ্গে পুর-লড়াইয়ে রয়েছে কংগ্রেস, বিজেপিও।
সবমিলিয়ে জমে উঠেছে বর্ধমানের শেষবেলার পুর-প্রচার।  

Tags:
.