ক্রিকেট বেটিংয়ে সব খুইয়ে আত্মঘাতী ছাত্র
সর্বনাশা জুয়াই কেড়ে নিল আরো একটি তরতাজা প্রাণ। ক্রিকেট বেটিংয়ে লক্ষ টাকা খুইয়ে আত্মঘাতী মালদার এক ছাত্র। জুয়ার জন্য প্রতিবেশীর কাছে ধার হয়ে গিয়েছিল কয়েক লক্ষ টাকা। সেই দেনার দায়েই আত্মঘাতী ছাত্র, দাবি পরিবারের।
ব্যুরো: সর্বনাশা জুয়াই কেড়ে নিল আরো একটি তরতাজা প্রাণ। ক্রিকেট বেটিংয়ে লক্ষ টাকা খুইয়ে আত্মঘাতী মালদার এক ছাত্র। জুয়ার জন্য প্রতিবেশীর কাছে ধার হয়ে গিয়েছিল কয়েক লক্ষ টাকা। সেই দেনার দায়েই আত্মঘাতী ছাত্র, দাবি পরিবারের।
মালদার সাহাপুর পাবনা এলাকার চৈতন্য সরকার। দিনমজুর পরিবারের সন্তান। ডিসটান্স এডুকেশনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এমএর ছাত্র। নেশা ছিল ক্রিকেট বেটিং। বেটিংয়ে রীতিমতো টাকা ঢালতে শুরু করে ছিল এই ছাত্র। নেশা এমন পর্যায়ে পৌছয় যে , প্রতিবেশীর থেকে ধার করে বসে প্রায় আড়াই লক্ষ টাকা। দরিদ্র পরিবারের পক্ষে ওই টাকা যে ফেরত দেওয়া যে সম্ভব নয়, একসময় তা বুঝতে পেরেছিল চৈতন্য। তার পরই শুরু হয় মানসিক অবসাদ।
প্রতিদিনই বাড়ছিল পাওনাদারের হুমকি। সে সব সামলাতে না পেরে শুক্রবার ভোরে আত্মঘাতী হয় চৈতন্য সরকার ।
কিভাবে এই সর্বনাশা নেশা গ্রাস করল এই ছাত্রকে, তা তদন্ত করে দেখছে পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে আত্মঘাতী ছাত্রের মোবাইল ফোন।