উঠে গেল বাস ধর্মঘট

পরিবহণ মন্ত্রী মদন মিত্রর কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হল। এমনটাই জানাল ধর্মঘটি বাস মালিকদের সংগঠন। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল অনির্দিষ্টকালের বাস ধর্মঘট।

Updated By: Sep 19, 2012, 03:24 PM IST

পরিবহণ মন্ত্রী মদন মিত্রর কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হল। এমনটাই জানাল ধর্মঘটি বাস মালিকদের সংগঠন। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল অনির্দিষ্টকালের বাস ধর্মঘট।

ডিজেলের মূল্যবৃদ্ধির পর বাস মালিক সংগঠন ভাড়া না বাড়ালে কিছুতেই রাস্তায় বাস নামাতে রাজি হচ্ছিলেন না। এই ধর্মঘটের মাঝে পরিবহণ মন্ত্রী বাস মালিকদেহর হুমকি দিয়েছিলেন। কিন্তু শেষ অবধি চাপে পড়ে ইতিবাচক আশ্বাস দিতে বাধ্য হলেন মদন। এর পরই ভোগান্তির বাস ধর্মঘট উঠে গেল। তবে ভাড়া কবে বাড়বে, কতটা বাড়বে, আদৌ বাড়বে কি না এ প্রশ্নগুলো বড় বেশী করে উঠতে শুরু করে দিল।
ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট ও বেঙ্গল বাস সিন্ডিকেট। পথে নামছিল না প্রায় সাইত্রিশ হাজার বাস।

.