শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত শিলিগুড়ির প্যারামাউন্ট নার্সিংহোম

পথ দুর্ঘটনায় আহত এক শিশুকে রবিবার রাতে শিলিগুড়ির প্যারামাউন্ট নার্সিংহোমে ভর্তি করা হয়। সোমবার রাতে অস্ত্রোপচারের পর তাঁর মৃত্যু হয়।

Updated By: Mar 13, 2012, 11:56 AM IST

পথ দুর্ঘটনায় আহত এক শিশুকে রবিবার রাতে শিলিগুড়ির প্যারামাউন্ট নার্সিংহোমে ভর্তি করা হয়। সোমবার রাতে অস্ত্রোপচারের পর তাঁর মৃত্যু হয়।
সোমবার বিকেল পর্যন্ত শিশুটির অবস্থা ভালোই ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। রাত ৮টা নাগাদ নার্সিংহোম কর্তৃপক্ষ শিশুটির আত্মীয়দের ফোন করে জানায়, তার জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। হাসপাতালে এসে আত্মীয়রা দেখেন ততক্ষণে শিশুটির মৃত্যু হয়ে গিয়েছে। এরপরই চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত শিশুটির বাড়ির লোকজন। তাঁদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিত্‍‍‍সকের গাফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে।
 
অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

.