চাকরি দেওয়ার নামে অভিনব প্রতারণা

ফের চাকরির নামে প্রতারণা। গোটা ঘটনায় নাম জড়ালো এনআরএসের মতো সরকারি হাসপাতালের নাম। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘটনা।

Updated By: Jul 15, 2015, 01:56 PM IST

ওয়েব ডেস্ক: ফের চাকরির নামে প্রতারণা। গোটা ঘটনায় নাম জড়ালো এনআরএসের মতো সরকারি হাসপাতালের নাম। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘটনা।
 
চাকরি দেওয়ার নামে চন্দন কুমার বালা ও ক্যামেলিয়া মাইতি বালার কাছ থেকে দফায় দফায় দেড়লক্ষ টাকা নেয় সুকুমার আচার্য নামে এক ব্যক্তি। এমনকি ট্রেনিং দেওয়ার নাম করে ওই দম্পতিকে কলকাতার এনআরএস থেকে দেওয়া হয় পরিচয়পত্র ও পোশাকও।

তবে বারবার এনআরএসে গিয়েও কোনও ট্রেনিং হয়নি তাঁদের। জানতে চাওয়ায় ওই দম্পতিকে সুকুমার আচার্য জানান, ট্রেনিং ছাড়াই তাঁদের নিয়োগ করা হয়ে গিয়েছে। এরপরই তাঁদের দেওয়া হয় সরকারি সিলমোহর দেওয়া নিয়োগপত্রও। তবে নির্দিষ্ট দিনে কাজে যোগ দিতে গিয়ে বেরিয়ে পড়ে সত্যিটা। জানা যায় পরিচয়পত্র থেকে নিয়োগপত্র, সবটাই ভুয়ো।

.