এবার ভোটে জিততে অপহরণের পথ বেছে নিয়েছে তৃণমূল: কংগ্রেস
কর্মাধ্যক্ষ নির্বাচনে জিততে কংগ্রেস সদস্যকে অপহরণ করেছে তৃণমূল। এই অভিযোগে দিনভর মুর্শিদাবাদ থানার সামনে বিক্ষোভ দেখালেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকার কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, ডাঙাপাড়ার বাসিন্দা সমিতির কংগ্রেস সদস্য উত্তম সাহাকে বন্দুকে দেখিয়ে তুলে নিয়ে গেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
ওয়েব ডেস্ক: কর্মাধ্যক্ষ নির্বাচনে জিততে কংগ্রেস সদস্যকে অপহরণ করেছে তৃণমূল। এই অভিযোগে দিনভর মুর্শিদাবাদ থানার সামনে বিক্ষোভ দেখালেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকার কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, ডাঙাপাড়ার বাসিন্দা সমিতির কংগ্রেস সদস্য উত্তম সাহাকে বন্দুকে দেখিয়ে তুলে নিয়ে গেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
জিয়াগঞ্জ- আজিমগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ৩৭। ভোটে জিততে প্রয়োজন ১৯টি ভোট। তৃণমূলের ভোট সংখ্যা ১৫। মূলত এই কারণেই গত সোমবার কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে ডাকা অনাস্থা ভোটে হেরে যায় তৃণমূল। তাই সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেসের অভিযোগ, এবার ভোটে জিততে অপহরণের পথ বেছে নিয়েছে তৃণমূল।