সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্র মন্তেশ্বর
সমবায় নির্বাচনকে ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়ল বর্ধমানের মন্তেশ্বরে। হোসেনপুর গ্রামে সমবায় নির্বাচনের গণনার সময় সংঘর্ষ বাঁধে সিপিআইএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে।
সমবায় নির্বাচনকে ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়ল বর্ধমানের মন্তেশ্বরে। হোসেনপুর গ্রামে সমবায় নির্বাচনের গণনার সময় সংঘর্ষ বাঁধে সিপিআইএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে।
সিপিআইএমের অভিযোগ, গণনার সময় তৃণমূল কর্মী এবং পুলিস বামপন্থী সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরই বচসা বেঁধে যায় দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে। বচসা কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষের চেহারা নেয়। বাধা দিতে গেলে, পুলিসকে লক্ষ্য করে শুরু হয় ইঁটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিস। জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল।
ঘটনায় ৩ জন পুলিসকর্মী আহত হয়েছেন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযান শুরু করে পুলিস। বেছে বেছে বামপন্থীদের বাড়িতে হানা দেওয়া হয় বলে সিপিআইএমের অভিযোগ। ঘটনার পর থেকে তাঁদের অনেক সমর্থক ঘরছাড়া বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। অন্য দিকে সিপিআইএম এবং কংগ্রেসের ওপর সমবায় নির্বাচনে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।