দোলেও মিলল না রঙ, পশ্চিম মেদিনীপুরে বাম-তৃণমূল সংঘর্ষে মৃত ১

Updated By: Mar 5, 2015, 08:51 PM IST
দোলেও মিলল না রঙ, পশ্চিম মেদিনীপুরে বাম-তৃণমূল সংঘর্ষে মৃত ১

দোলের দিনে রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত হল পশ্চিম মেদিনীপুর। খড়গপুরের বুদরা গ্রামে সিপিআই- তৃণমূল সংঘর্ষে মৃত্যু হল এক জনের। আহত আরও আট জন। সিপিআইএমের দলীয় অফিসে আগুন ধরানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরেও।

খড়গপুরের বুদরা গ্রামে সংঘর্ষ শুরু হয়েছিল একটি পুকুর কাটা নিয়ে। এরপর দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন এলাকার তৃণমূল ও সিপিআই সমর্থকেরা। সংঘর্ষে টাঙির আঘাতে মৃত্যু হয় প্রবোধ পাত্র নামে এক গ্রামবাসীর। নিরাপত্তা না দিতে পারায় পুলিসকে কাঠগড়ার তুলেছে নিহতের পরিবার। উত্তেজনা থাকায় এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়। নিহত গ্রামবাসী তাদের সমর্থক বলে দাবি করেছে তৃণমূল। সংঘর্ষে জখম হন আরও আট জন গ্রামবাসী। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বামেরা আক্রান্ত বলে অভিযোগ তুলেছেন সিপিআইএম জেলা সম্পাদক। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা নেতৃত্ব। বুধবার রাতেই মেদিনীপুর শহরের কোতবাজারে একটি সিপিআইএম অফিসে আগুন লাগে। পরিকল্পিত ভাবে ওই আগুন ধরানো হয় বলে অভিযোগ তুলেছে সিপিআইএম। তাদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।

কোতবাজার ছাড়াও মেদিনীপুর শহরের বেশ কয়েকটি জায়গায় বাম যুবসংগঠন ও বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়া অভিযোগ উঠেছে।

 

.