মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভের হুমকি বামেদের

পক্ষপাতের অভিযোগ তুলে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভের হুমকি দিল বামেরা। ৪৮ ঘণ্টার মধ্যে অবস্থান পরিবর্তন না হলে অবস্থান বিক্ষোভে বসবে বামেরা। 

Updated By: Mar 30, 2016, 09:01 PM IST
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভের হুমকি বামেদের

ওয়েব ডেস্ক: পক্ষপাতের অভিযোগ তুলে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভের হুমকি দিল বামেরা। ৪৮ ঘণ্টার মধ্যে অবস্থান পরিবর্তন না হলে অবস্থান বিক্ষোভে বসবে বামেরা। 

গত সপ্তাহেই চাপ বাড়িয়েছিল তৃণমূল। এবার নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াল বামেরা। বামেদের অভিযোগ,  তৃণমূলকে তুষ্ট করতে হয়ে রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।

বাম নেতৃত্বের অভিযোগ, বেশ কয়েকটি জায়গায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের কর্মীরা। ভোটারদের নিরাপত্তাও সুনিশ্চিত নয়। সেই সব জায়গায় শাসক দলের হয়েই কাজ করে চলেছে পুলিস-প্রশাসন। শাসক দলের শীর্ষ নেতৃত্বও বারবার লঙ্ঘন করছেন আদর্শ আচরণবিধি। এই অবস্থায় দাঁড়িয়ে কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন বাম নেতৃত্ব।  

শুক্রবার পর্যন্ত কমিশনকে সময় দিয়ে এসেছে বাম নেতৃত্ব। কমিশন কোনও ব্যবস্থা না নিলে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভের হুমকি দিয়েছেন বামেরা। একদিকে তৃণমূলের পক্ষ থেকে চাপ। অন্য দিকে বামেদের চাপ। চাপে পড়েই কমিশনের জবাব, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। পাশাপাশি, সমাধান অ্যাপের মাধ্যমে বুধবার পর্যন্ত আসা সমস্ত অভিযোগের তালিকার হিসেব তুলে দিয়েছে কমিশন।

.