মাসের পর মাস কারখানায় ডাকাতি, ভয়ে সিমেন্ট কারখানা সরিয়ে নেওয়ার ভাবনা মালিকের
কুলটির সিমেন্ট কারখানায় দুঃসাহসিক ডাকাতি। পিকআপ ভ্যানে যন্ত্রপাতি লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনার পর থেকেই আতঙ্কে কারখানার কর্তৃপক্ষ। এমন চললে কারখানা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা মালিকের।
![মাসের পর মাস কারখানায় ডাকাতি, ভয়ে সিমেন্ট কারখানা সরিয়ে নেওয়ার ভাবনা মালিকের মাসের পর মাস কারখানায় ডাকাতি, ভয়ে সিমেন্ট কারখানা সরিয়ে নেওয়ার ভাবনা মালিকের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/05/01/37490-1-dacoity.jpg)
ওয়েব ডেস্ক:কুলটির সিমেন্ট কারখানায় দুঃসাহসিক ডাকাতি। পিকআপ ভ্যানে যন্ত্রপাতি লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনার পর থেকেই আতঙ্কে কারখানার কর্তৃপক্ষ। এমন চললে কারখানা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা মালিকের।
কুলটির চলবল পুরের একটি সিমেন্ট কারখানায় বৃহস্পতিবার গভীর রাতে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় কারখানার সিসিটিভি। ব্যাপক মারধর করা হয় কারখানার নিরাপত্তা রক্ষীদের।
১৫-২০ জনের দলটি অবাধে লুঠপাট চালিয়ে একটি পিক আপ ভ্যানে কারখানার যন্ত্রাংশ তুলে নিয়ে চম্পট দেয়। গত কয়েক মাসে কুলটির এই এলাকায় একাধিক কারখানায় চুরি হয়েছে বলে অভিযোগ। নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধেও।