খুনের পাল্টা খুনে অশান্ত সাগর
খুনের পাল্টা খুন। অশান্ত সাগর। প্রথমে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তাঁকে মেরে, দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগে এরপর মৃতার শাশুড়িকে গণপিটুনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকেও মৃত ঘোষণা করেন ডাক্তাররা। ঘটনার জেকে থমথমে নগেন্দ্রগঞ্জ এলাকা।
![খুনের পাল্টা খুনে অশান্ত সাগর খুনের পাল্টা খুনে অশান্ত সাগর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/22/68568-50563958.jpg)
ওয়েব ডেস্ক : খুনের পাল্টা খুন। অশান্ত সাগর। প্রথমে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তাঁকে মেরে, দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগে এরপর মৃতার শাশুড়িকে গণপিটুনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকেও মৃত ঘোষণা করেন ডাক্তাররা। ঘটনার জেকে থমথমে নগেন্দ্রগঞ্জ এলাকা।
গতকাল সকালে পম্পা লাহা নামে বছর পয়ত্রিশের এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকায়। মৃতার বাড়ির লোকের অভিযোগ ছিল, স্বামী-শাশুড়িই শ্বাসরোধ করে মেরে, দেহ ঝুলিয়ে দেয় পম্পার। মৃতার বাড়ির লোকজন এরপর তাঁর শাশুড়িকে ধরে বেধড়ক মারতে শুরু করে। গুরুতর জখম অবস্থায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিস এখনও পর্যন্ত ১৮ জনকে আটক করেছে।