দাঁতালের হামলায় আহত ২

দাঁতালের হামলায় আহত হলেন দুই গ্রামবাসী। শনিবার ভোর রাতে বর্ধমানের গলসি ও বুদবুদ এলাকায় এই ঘটনা ঘটে। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই দাঁতাল বাঁকুড়ার জঙ্গল থেকে রামগোপালপুর হয়ে বর্ধমানে ঢোকে। 

Updated By: Mar 25, 2012, 05:05 PM IST

দাঁতালের হামলায় আহত হলেন দুই গ্রামবাসী। শনিবার ভোর রাতে বর্ধমানের গলসি ও বুদবুদ এলাকায় এই ঘটনা ঘটে। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই দাঁতাল বাঁকুড়ার জঙ্গল থেকে রামগোপালপুর হয়ে বর্ধমানে ঢোকে। 
লোহাপুর, ঘাগরা, জয়কৃষ্ণপুর, চেনদুয়াটিকুরি, সারাদিন ধরে বিভিন্ন গ্রামে তাণ্ডব চালায় সে। হাতির হামলায় ২ গ্রামবাসী আহত হয়েছেন। ৫টি গরুর মৃত্যু হয়েছে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে গভীর জঙ্গলে পাঠিয়ে দেন। গ্রামবাসীরা জানিয়েছেন, গত একমাসে ৫০টি গ্রামে ভাঙচুর চালিয়েছে হাতির দল। গত একমাস ধরেই বাঁকুড়ার জঙ্গল থেকে হাতি বর্ধমানে ঢুকে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

.