দাঁতালের তাণ্ডব, হাতির তাড়া খেয়ে ঘর ছাড়া মুর্শিদাবাদ মেদিনীপুরের বাসিন্দা
দলছুট ৩ হাতির হানায় তটস্থ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউন থানার বেশকয়েকটি গ্রাম। সকালে হাতি ৩ টি প্রথমে হেতমপুর গ্রামে ঢোকে। গ্রামবাসীদের তাড়া খেয়ে তারা ঢুকে পড়ে মাণিককুণ্ডু, বহড়া, গোপালপুরসহ একাধিক গ্রামে। ওই গ্রামগুলিতেও চলে তাণ্ডব। দুপুরের পরে দাঁতালরা সরে যায় গড়বেতার জঙ্গলে । হাতির হানায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দফতরের কর্মীদের খবর দেওয়া হলেও তাঁদের দেখা মেলেনি। গ্রামবাসীদের অনুমান, সম্ভবত হুগলির দিক থেকে এসেছিল ওই ৩ টি হাতি।
ওয়েব ডেস্ক:দলছুট ৩ হাতির হানায় তটস্থ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউন থানার বেশকয়েকটি গ্রাম। সকালে হাতি ৩ টি প্রথমে হেতমপুর গ্রামে ঢোকে। গ্রামবাসীদের তাড়া খেয়ে তারা ঢুকে পড়ে মাণিককুণ্ডু, বহড়া, গোপালপুরসহ একাধিক গ্রামে। ওই গ্রামগুলিতেও চলে তাণ্ডব। দুপুরের পরে দাঁতালরা সরে যায় গড়বেতার জঙ্গলে । হাতির হানায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দফতরের কর্মীদের খবর দেওয়া হলেও তাঁদের দেখা মেলেনি। গ্রামবাসীদের অনুমান, সম্ভবত হুগলির দিক থেকে এসেছিল ওই ৩ টি হাতি।
হাতির তান্ডব মুর্শিদাবাদেও। সুতীর বড়তালিতে গতকাল বিকেলে একটি দাঁতালের হামলায় এক গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। রুবেল শেখ নামে ওই ব্যক্তি আপাতত আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন। গত কয়েকদিন ধরেই ৩ টি দাঁতাল হাতি মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় তান্ডব চালাচ্ছিল। পরে তারা ঝাড়খণ্ডে চলে যায়। সেই দলেরই একটি দলছুট হাতি ফিরে এসে গতকাল বড়তালি গ্রামে হানা দেয়। হাতিটিকে তাড়া করে গ্রামছাড়া করার লাগাতার চেষ্টা চালিয়েও গ্রামবাসীরা সফল হননি। হাতিটি এখনও দাপিয়ে বেড়ানোয় এলাকাবাসী আতঙ্কে ভুগছেন।