আবারও হাতির হানা শিলিগুড়িতে
দু-দিন আগেই শহরে ঢুকে পড়ে রক্তাক্ত হয়েছিল বৈকুন্ঠপুর জঙ্গল থেকে আসা একটি মাকনা হাতি। ঘুমের গুলি খেয়ে টলতে টলতে সুকনার জঙ্গলে ফিরেছে জখম হাতিটি। তারপর আর খোঁজ নেই।
ওয়েব ডেস্ক: দু-দিন আগেই শহরে ঢুকে পড়ে রক্তাক্ত হয়েছিল বৈকুন্ঠপুর জঙ্গল থেকে আসা একটি মাকনা হাতি। ঘুমের গুলি খেয়ে টলতে টলতে সুকনার জঙ্গলে ফিরেছে জখম হাতিটি। তারপর আর খোঁজ নেই।
আবার সেই বৈকুন্ঠপুরের জঙ্গল থেকেই শহরে দাপিয়ে গেল আরেকটি হাতি। শুড়ে তুলে আছড়ে মেরে ফেলেছে একজনকে। বনকর্মীদের গাড়ি উল্টে দিয়েছে। গাড়ির মধ্যে থাকা চার কর্মীর অবস্থা আশঙ্কাজনক।
ভোরে শিলিগুড়ি কমিশনারেটের আমবাড়িতে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক হাতিটি। প্রথমে ঢোকে ধরাগজ গ্রামে, সামনে পড়ে যাওয়া নীরেন রায় নামে এক ব্যক্তিকে আছাড়ে মেরে ফেলে। এরপর হাতিটি সহদইপাড়া, মগরাদাঙ্গি সহ দশটি গ্রামে তছনচ চালায়। হাতি তাড়াতে তড়িঘড়ি সেখানে পৌঁছন বনকর্মীরা। কিন্তু উল্টে হাতি তেড়ে আসে বনকর্মীদের দিকে। ফলে ভয় পেয়ে যান বনকর্মীরা।
এখনও হাতিটিকে বনে ফেরানো যায়নি। হাতি দাড়িয়ে রয়েছে শিমূলবাড়ি গ্রামের কাছে। তিস্তার খালে জল থাকায় খাল পেরিয়ে জঙ্গলে যেতে পারছে না হাতিটি। গ্রামবাসীদের পাশাপাশি চিন্তায় বনকর্মীরাও।