পূর্ব মেদিনীপুরে নদী সংস্কারে বেনিয়মের অভিযোগ

পূর্ব মেদিনীপুরে চণ্ডিয়া নদী সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ উঠল। ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বেনিফিশিয়ারি কমিটির সদস্য। এরপরেই ওই সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ছবি তুলতে গেলে আক্রান্ত হন ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক। তাঁর ক্যামেরা ভেঙে দেওয়া হয়।

Updated By: Jun 15, 2012, 10:08 AM IST

পূর্ব মেদিনীপুরে চণ্ডিয়া নদী সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ উঠল। ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বেনিফিশিয়ারি কমিটির সদস্য। এরপরেই ওই সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ছবি তুলতে গেলে আক্রান্ত হন ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক। তাঁর ক্যামেরা ভেঙে দেওয়া হয়।
গত এক মাস ধরে ময়না থানার চণ্ডিয়া নদী সংস্কারের কাজ শুরু হয়েছে ।  ২০১২ সালে ৬৫০ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রণব মুখোপাধ্যায়। নদী সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা ও বেনিফিশিয়ারি কমিটির সদস্য চন্দন কুমার। তাঁর অভিযোগ, ১০ ফুট মাটি কাটার কথা থাকলেও ৩-৪ ফুট গভীর করা হচ্ছে। নদীর পাড়েই মাটি ফেলা হচ্ছে, ফলে বিভিন্ন জায়গায় মাটির স্তুপ তৈরি হচ্ছে। বৃষ্টি হলে মাটি ধুয়ে নদীতে পড়লে বন্যার আশঙ্কা থাকছে। এছাড়াও মাটি ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনা স্থানীয় থানা, জেলাশাসক-সহ প্রশাসনের কর্তাব্যক্তিদের জানিয়েছেন চন্দন কুমার। এরপরেই তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
 
বাসিন্দাদেরও অভিযোগ, বেশ কিছু জমির মালিককে ক্ষতিপূরণ না-দিয়েই খননকাজ চলছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
 
নদীর সংস্কারের ছবি তুলতে গেলে আক্রান্ত হয় চব্বিশ ঘণ্টাও। চিত্রসাংবাদিককে মারধর করা হয় । ভেঙে দেওয়া হয় তাঁর ক্যামেরা।

.