মেয়ের শ্লীলতাহানি রুখতে মার খেলেন বাবা, অপমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী
নবম শ্রেণির স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মার খেলেন বাবা। অপমানে আত্মঘাতী স্কুলছাত্রী। অভিযুক্ত কিশোর দশম শ্রেণির ছাত্র।
Updated By: Dec 10, 2014, 07:58 PM IST
![মেয়ের শ্লীলতাহানি রুখতে মার খেলেন বাবা, অপমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী মেয়ের শ্লীলতাহানি রুখতে মার খেলেন বাবা, অপমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/10/32287-molestation.jpg)
ব্যুরো: নবম শ্রেণির স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মার খেলেন বাবা। অপমানে আত্মঘাতী স্কুলছাত্রী। অভিযুক্ত কিশোর দশম শ্রেণির ছাত্র।
দুর্গাপুরের অন্ডালের বিশালাক্ষীতলার ঘটনা।
অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে উত্যক্ত করছিল অভিযুক্ত কিশোর। বুধবার ছাত্রীর বাড়ির সামনেই দলবল নিয়ে চড়াও হয় সে। প্রতিবাদ করলে ছাত্রীর বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই অপমানে আত্মঘাতী হয় স্কুলছাত্রী। দোষীদের গ্রেফতারের দাবিতে দেহ ঘিরে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।