সোদপুর স্টেশনে প্রোমারটারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের
সোদপুর স্টেশনে প্রোমারটারকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
![সোদপুর স্টেশনে প্রোমারটারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের সোদপুর স্টেশনে প্রোমারটারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/14/57753-gun-14-6-16.jpg)
ওয়েব ডেস্ক: সোদপুর স্টেশনে প্রোমারটারকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, গতকাল রাতে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। সে সময় খুব কাছ থেকে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। আনন্দ চৌধুরী নামে ওই ব্যক্তির গুলি লাগে হাতে। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। সেখান থেকে কলকাতার আরজিকর হাসপাতালে। পরে তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আনন্দ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। তবে কী কারণে দুষ্কৃতীদের টার্গেট আনন্দ চৌধুরী, তা খতিয়ে দেখছে পুলিস।