জলে বিপদ ছড়াচ্ছে উত্তর হাওড়ায়

উত্তর হাওড়ায় জলবাহিত সংক্রমণে আক্রান্ত প্রায় আড়াইশো রোগী।  ছড়াচ্ছে ডায়রিয়া। ক্রমশই মহামারির আকার নিচ্ছে এই রোগ। সংক্রমণ ছড়িয়েছে উত্তর হাওড়ার তিন নম্বর ওয়ার্ডের লিলুয়া নস্করপাড়া, লাল বিহারী বোস লেন, ব্যানার্জি বাগান, ভট্টনগর,আনন্দনগর, চকপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল নিকাশির জন্যই ছড়াচ্ছে সংক্রমণ। নিকাশি সমস্যা নিয়ে বালি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। আজ সকালে রোগীদের দেখতে হাসপাতালে যান কৃষি বিপনন মন্ত্রী অরুপ রায়। পুরসভার নিকাশি সমস্যা মেনে নিয়েছেন খোদ মন্ত্রীও। 

Updated By: Sep 2, 2013, 01:34 PM IST

উত্তর হাওড়ায় জলবাহিত সংক্রমণে আক্রান্ত প্রায় আড়াইশো রোগী।  ছড়াচ্ছে ডায়রিয়া। ক্রমশই মহামারির আকার নিচ্ছে এই রোগ। সংক্রমণ ছড়িয়েছে উত্তর হাওড়ার তিন নম্বর ওয়ার্ডের লিলুয়া নস্করপাড়া, লাল বিহারী বোস লেন, ব্যানার্জি বাগান, ভট্টনগর,আনন্দনগর, চকপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল নিকাশির জন্যই ছড়াচ্ছে সংক্রমণ। নিকাশি সমস্যা নিয়ে বালি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। আজ সকালে রোগীদের দেখতে হাসপাতালে যান কৃষি বিপনন মন্ত্রী অরুপ রায়। পুরসভার নিকাশি সমস্যা মেনে নিয়েছেন খোদ মন্ত্রীও। 

.