ইন্দ্রনীল শুনছেন গোষ্ঠীদ্বন্দের গান
ফের গোষ্ঠীদ্বন্দ্বের গান শুনলেন তারকা প্রার্থী ইন্দ্রনীল সেন। গতকাল বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদায় ইন্দ্রনীলের কর্মিসভায় তুমুল গোলমালে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। পুলিস পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফের গোষ্ঠীদ্বন্দ্বের গান শুনলেন তারকা প্রার্থী ইন্দ্রনীল সেন। গতকাল বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদায় ইন্দ্রনীলের কর্মিসভায় তুমুল গোলমালে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। পুলিস পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম করেননি, কিন্তু লালবাগের কর্মিসভায় মুখ্যমন্ত্রীর টার্গেট যে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সেটা বলার অপেক্ষা রাখে না। আর বহরমপুরে অধীরের মোকাবিলায় মমতার অস্ত্র গায়ক ইন্দ্রনীল সেনের গান।
ভোট যুদ্ধে সেই ইন্দ্রনীলকেই কিনা বারবার শুনতে হচ্ছে গান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের গান। যেমন শুনলেন শনিবার। নওদার আমবাগানে। লড়াইটা সেই বর্তমান বনাম প্রাক্তন। নওদার সভায় লড়াই বাধল তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি শ্যামল সরকারের সঙ্গে বর্তমান সভাপতি টিপু খান গোষ্ঠীর লোকেদের।
অবস্থা সামলাতে মাঠে নামতে হয় পুলিসকেও। মাঠে নামেন প্রার্থী ইন্দ্রনীল সেনও। অনেক চেষ্টাচরিত্রের পরে অবস্থা খানিকটা ঠাণ্ডা হয়।
২৬ মার্চও বহরমপুরের সিরাজবাগে তৃণমূলের কর্মিসভা গোলমালে জড়িয়ে পড়েন হুমায়ুন কবীর ও জ্যোতস্না সেন। দলের ভিতরের লড়াই থামাতে সেদিনও গানকেই অস্ত্র করতে হয়েছিল ইন্দ্রনীলকে।
তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, গুন মানে গুন্ডা আর গান মানে বন্দুক মোকাবিলায় ইন্দ্রনীলের গানকেই অস্ত্র করার কথা বলেছিলেন। কিন্তু গায়ক এখন ব্যস্ত দলের ভিতর দ্বন্দ্বের গান থামাতে।