একমাত্র কালনার রথেই জগন্নাথ ও বলরাম হাত-শোভিত

এ এক অভিনব রথযাত্রা। হাতকাটা দেবতা নয়, এখানে দুই ভাইয়ের শরীরেই লাগানো হয় হাত। সুভদ্রার হাত না থাকলেও জগন্নাথ-বলরাম এই কদিন দিব্যি হাত-শোভিত। কালনার রথ উৎসব তাই ভিন্ন আঙ্গিকের।

Updated By: Jul 26, 2015, 10:11 PM IST
একমাত্র কালনার রথেই জগন্নাথ ও বলরাম হাত-শোভিত

ওয়েব ডেস্ক: এ এক অভিনব রথযাত্রা। হাতকাটা দেবতা নয়, এখানে দুই ভাইয়ের শরীরেই লাগানো হয় হাত। সুভদ্রার হাত না থাকলেও জগন্নাথ-বলরাম এই কদিন দিব্যি হাত-শোভিত। কালনার রথ উৎসব তাই ভিন্ন আঙ্গিকের।

কালনার জগন্নাথবাড়ির রথ

উৎসবের নিয়ম এক। কিন্তু দেব মূর্তিতেই এ রথযাত্রার বৈচিত্র্য। স্বপ্নাদেশ পেয়েছিলেন বর্ধমানের মহারাজা, হাত কই জগন্নাথ-বলরামের? তোড়জোড় শুরু।  লাগানোও হল হাত। ২৫০ বছর ধরে চলে আসছে এই নিয়মই। সোজারথের দিন জগন্নাথবাড়ি থেকে বেরোয় রথ। গোটা কালনা ঘুরে সেই রথ পৌছয় কালনা রাজবাড়িতে। উল্টোরথের দিন লোকারণ্য পথে ফের ফিরে যাওয়া। সেখানেই সাতদিনের মেলা। তেলেভাজা, জিলিপি সহযোগে অগুনতি মানুষের উৎসব উদযাপন।

এদিনের পর জগন্নাথ-বলরাম ফের ফিরে যান হাত না থাকা ভগবানে।

.