মুম্বই থেকে কামদুনিতে এল আমির খানের ফোন

মায়ানগরী মুম্বই থেকে আচমকাই এল ফোনটা। আননোন নাম্বার রিসিভ করলেন কামদুনির মাস্টার মশাই প্রদীপ মুখার্জি। ম্যায় আমির খান বোল রাহা হুঁ মুম্বইসে। ফোনের ওপ্রান্ত থেকে ভেসে এল তারকার কন্ঠস্বর। কামদুনির আন্দোলন নিয়ে সত্যমেব জয়তে-র শুটিংপর্ব শেষ। এবার ফোনে কামদুনির পাঁচজনকে লাইভ অনুষ্ঠানে মুম্বই যাওয়ার আমন্ত্রণ জানালেন আমির খান।

Updated By: Aug 19, 2013, 07:03 PM IST

মায়ানগরী মুম্বই থেকে আচমকাই এল ফোনটা। আননোন নাম্বার রিসিভ করলেন কামদুনির মাস্টার মশাই প্রদীপ মুখার্জি। ম্যায় আমির খান বোল রাহা হুঁ মুম্বইসে। ফোনের ওপ্রান্ত থেকে ভেসে এল তারকার কন্ঠস্বর। কামদুনির আন্দোলন নিয়ে সত্যমেব জয়তে-র শুটিংপর্ব শেষ। এবার ফোনে কামদুনির পাঁচজনকে লাইভ অনুষ্ঠানে মুম্বই যাওয়ার আমন্ত্রণ জানালেন আমির খান।
সত্যমেব জয়তে দেশের সামাজিক সমস্যা নিয়ে আমির খানের জনপ্রিয় টিভি শো। ধর্ষণ ও সাধারণ গ্রামবাসীদের প্রতিবাদ কোন পর্যায়ে পৌঁছোতে পারে ইতিমধ্যেই তা দেখিয়েছে কামদুনি। টিম আমির ইতিমধ্যেই পরিদর্শন করেছে কামদুনি। টুম্পা,মৌসুমীদের বয়ান, নির্যাতিতার পরিবারের কথোপকথন সবই ক্যামেরা বন্দি করেছে আমিরের টিম। এবার সরাসরি ময়দানে নামলেন আমির খান।
আমিরের ফোন পেয়ে উত্তেজনায় ফুটছে কামদুনি। দিল্লির রাইসিনা হিলসের পর এবার মায়ানগরীর ডাক। প্রত্যয়ী কামদুনির সাহস বেড়ে গিয়েছে কয়েকগুন।
তেইশে অগাস্ট আদালতে কামদুনি মামলা। বারাসত আদালত থেকে নগরদায়রা আদালতে মামলার স্থানান্তর নিয়ে সুপ্রিম কোর্টের হলফনামায় সই করেছে কামদুনির নির্যাতিতার পরিবার। নায্য বিচারের দাবিতে কামদুনির এই সাহসী পদক্ষেপকে কুর্ণিশ জানাতে ভোলেননি স্বয়ং আমির খান।
 

.